বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ট্রাম্পকে নিয়ে পুতিন মোটেও বিচলিত নন যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ জুলাই ২০২৫

Google News
ট্রাম্পকে নিয়ে পুতিন মোটেও বিচলিত নন যে কারণে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই রেশ ধরে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন তার হুমকিতে নমনীয় হবেন পুতিন। কিন্তু এই হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। এছাড়া রুশ শেয়ার বাজারেও শেয়ারের দাম বরং ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি কার্যকর করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে হোয়াইট হাউস। তাদের সে প্রচেষ্টায় ক্রেমলিন দৃশ্যমান কোনও আপত্তি না জানালেও সময়ক্ষেপণের পথ ধরেছে। তবে ক্রেমলিন বলেছে, যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন এবং ইউক্রেনের আরও এলাকা দখলে নেবেন।

এতে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ ও বিরক্ত ট্রাম্প। পুতিনের ওপর বিরক্তি চেপে রাখার কোনও চেষ্টাও করেননি তিনি। তারই রেশে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন এসব কারণে রাশিয়ার যুদ্ধ তহবিলের দৈন্য দশা সৃষ্টি হলে হয়তো বাগে আসবে মস্কো, নমনীয় হবেন পুতিন।

কিন্তু এ হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টও ট্রাম্পের প্রতি ইদানীং খুব একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাবও পোষণ করছেন না। তারা জানায়, যুদ্ধের অবসান চাইলেও তা হতে হবে নিজেদের শর্ত মোতাবেক। এছাড়া ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় রুশ শেয়ার বাজারেও দেখা গেল উল্টো চিত্র। সেখানে শেয়ারের দাম না কমে বরং ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

আসলে বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপ সামলানোর কারণে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে ক্রেমলিন। বাড়তি শুল্কের বোঝা এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কাছে নতুন অস্ত্রের সরবরাহ মস্কোর জন্য সুখকর কিছু না হলেও বিচলিত নন পুতিন। পুতিন বরং ইউক্রেইনে যুদ্ধ চালিয়েই যেতে চান, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়।

লড়াই চলতে থাকার সঙ্গে সঙ্গে ইউক্রেইনে রুশ বাহিনীর অগ্রযাত্রার কারণে পুতিন দেশটির আরও অঞ্চল দখলে নেওয়ার দাবিও করতে পারেন। ক্রেমলিন ঘনিষ্ঠ তিন রুশ কর্মকর্তা একথা বলেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই যুদ্ধ তিনবছরে গড়ানোর পর এখনও পুতিন মনে করেন, রাশিয়ার অর্থনীতি ও সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনও পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী।

প্রবল বৃষ্টিতে নাকাল নিউইয়র্ক-নিউজার্সি, ডুবে গেছে রাস্তা-মেট্রোপ্রবল বৃষ্টিতে নাকাল নিউইয়র্ক-নিউজার্সি, ডুবে গেছে রাস্তা-মেট্রো

ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের চিন্তা-ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট তিন রুশ কর্মকর্তা বলেছেন, পশ্চিমাদের চাপে পুতিন যুদ্ধ বন্ধ করবেন না। কারণ, তিনি বিশ্বাস করেন যে, পশ্চিমাদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে যে রাশিয়া টিকে আছে, তারা আরও কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এমনকি ট্রাম্প রুশ তেলের ক্রেতাদের ওপর শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন, তাও রাশিয়া উৎরে যেতে পারবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের