মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

চাঞ্চল্যকর তথ্য: ব্রেকআপের পর পর্ন বানিয়ে টাকা রোজগার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ১৫ জুলাই ২০২৫

Google News
চাঞ্চল্যকর তথ্য: ব্রেকআপের পর পর্ন বানিয়ে টাকা রোজগার!

প্রেমে প্রত্যাখ্যানের জেরে এক তরুণীর ছবি ব্যবহার করে তাকে ‘পর্নস্টার’ (Porn Star) রূপে তুলে ধরার ভয়ঙ্কর চক্রান্তে জড়ালেন অসমের (Assam) বাসিন্দা প্রতিম বোরা। ব্যক্তিগত সম্পর্কের অবসানের পর এআই-এর মাধ্যমে তৈরি করা ভুয়ো পর্ন কনটেন্ট ব্যবহার করে শুধু প্রতিহিংসা নয়, সেইসঙ্গে লক্ষ লক্ষ টাকারও রোজগার করেছে সে, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রতিম বোরা, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বর্তমানে দিল্লিতে থাকলেও ঘটনাটি ঘটেছে অসমে। অভিযোগ, তিনি নিজের প্রাক্তন প্রেমিকার একটি ছবি ব্যবহার করে ‘মিডজার্নি এআই’, ‘ডিজায়ার এআই’, এবং ‘ওপেনআর্ট এআই’-এর মতো প্ল্যাটফর্মের সাহায্যে শতাধিক নগ্ন ও যৌন ছবি ও ভিডিও তৈরি করেন। এরপর সেগুলি ‘বেবিডল আর্চি’ (Babydoll Archi) নামে একটি কল্পিত অনলাইন পরিচয়ের আড়ালে পর্ন সাইটে আপলোড করতে থাকেন।

এই ‘বেবিডল আর্চি’-কে ঘিরে তৈরি হয় এক অলীক জনপ্রিয়তা। তৈরি হয় মিথ্যা জীবনকথাও। বলা হয়, তিনি এক সময় দিল্লির রেড লাইট এলাকায় আটকে ছিলেন, ২৫ লক্ষ টাকা দিয়ে সেখান থেকে মুক্তি পেয়েছেন। এমনকি প্রাপ্তবয়স্ক শিল্পে ‘আর্চি’র আসা নিয়ে আমেরিকান পর্নস্টার কেন্ডা লাস্ট একটি ছবি শেয়ার করায় বিষয়টি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, যদিও সেটিও ছিল ভুয়ো।

কিন্তু এআই নির্মিত কিছু সাম্প্রতিক ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় সন্দেহ জাগে প্রাক্তন প্রেমিকার। তিনি অসমের ডিব্রুগড় থানায় প্রতিমের বিরুদ্ধে সাইবার মানহানির মামলা করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতিম এই চক্রান্তে একাই মাথা ও কর্মী। ‘ডিজিটাল প্রতিহিংসা’ রূপে এই প্রতারণা সোশ্যাল মিডিয়ায় বিপুল আর্থিক লাভ এনে দেয় তাঁকে। পুলিশ সূত্রে অনুমান, তিনি অন্তত ১০ লক্ষ টাকা উপার্জন করেছেন।

ডিব্রুগড়ের পুলিশ সুপার সিজল আগরওয়াল জানান, এই ধরনের অপরাধে এআই প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এ ঘটনা তার প্রমাণ। প্রতিম বোরা বর্তমানে গ্রেফতার হয়ে পুলিশি হেফাজতে রয়েছেন। তাঁর আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট-ডেবিট কার্ড ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের