শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

শনিবার,

৩০ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

ট্রাম্পের বেশিরভাগ বৈশ্বিক শুল্ক অবৈধ: মার্কিন আদালতের রায়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ৩০ আগস্ট ২০২৫

Google News
ট্রাম্পের বেশিরভাগ বৈশ্বিক শুল্ক অবৈধ: মার্কিন আদালতের রায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ আমদানি শুল্ককে অবৈধ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। আজ শনিবার (৩০ আগস্ট) ঘোষিত এক গুরুত্বপূর্ণ রায়ে মার্কিন আদালত জানান, ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (IEEPA) আইনের অপব্যবহার করেছে।

রায়ে বলা হয়, ট্রাম্প প্রশাসনের আরোপিত অতিরিক্ত শুল্কগুলো অবৈধ এবং সেগুলো প্রত্যাহার করতে হবে। যদিও আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করার সুযোগ রেখেছে এবং আগামী ১৪ অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে, এরপর রায় কার্যকর হবে।

এদিন শুনানিতে অংশ নেন ১১ জন বিচারক। তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্কনীতিকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন, যা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে চূড়ান্ত রায়ের রূপ পায়।

বিশ্লেষকরা বলছেন, এই রায়ের ফলে ট্রাম্পের বাণিজ্যনীতির অন্যতম বিতর্কিত অংশ—চীন ও অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক—প্রশ্নবিদ্ধ হলো এবং ভবিষ্যৎ প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হলো।
 
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ২০১৮ সালে চীনের বিরুদ্ধে ব্যাপক হারে শুল্ক আরোপ করে, যার প্রভাব পড়ে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এবং যুক্তরাষ্ট্রের ভোক্তা পর্যায়েও। আদালতের এই রায় ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও বাণিজ্যনীতি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র: রয়টার্স

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের