
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের বাসার সামনে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরের পর থেকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কের ৯/এ সড়কের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের লাঠিপেটায় গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় আরো কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার পর ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ ও ‘উত্তরা ছাত্র জনতা’-এর ব্যানারে আজ বিকেলে বিএনএস সেন্টারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে হামলাকারীদের শাস্তি ও জাপাকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জি এম কাদেরের বাসার সামনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।
তবে এদিন বিকেলে কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টির কোনো নেতা-কর্মীদের গণঅধিকারের কারও ওপর হামলা করেনি। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনী ও পুলিশ তাদের ওপর হামলা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি অতিরিক্ত করে থাকে, তাহলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত।
রেডিওটুডে নিউজ/আনাম