রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

নুরের সুস্থতায় ‘নামাজ পড়ে দোয়া’ করবেন জাতীয় পার্টি মহাসচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৩, ৩০ আগস্ট ২০২৫

Google News
নুরের সুস্থতায় ‘নামাজ পড়ে দোয়া’ করবেন জাতীয় পার্টি মহাসচিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতায় ‘নামাজ পড়ে দোয়া’ করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা নামাজ পড়ে দোয়া করব গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যেন সুস্থ হয়ে ওঠেন। জাতীয় পার্টি কোনো দল বা কারো দালালি করে না, বাংলাদেশের দালালি করে। জাতীয় পার্টিকে দোসর বানানোর রাজনীতিতে গণতন্ত্র হোঁচট খাচ্ছে।’

শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এদিকে, শনিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গতকাল পুলিশ ও সেনাবাহিনী কেবল নিরাপত্তার স্বার্থেই কাজ করেছে।’

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার সুষ্ঠু ভোট করতে পারবে কি না, আমাদের সন্দেহ হচ্ছে। কিছু দল চাচ্ছে জাতীয় পার্টি যেন নির্বাচনে অংশ নিতে না পারে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের