রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৩, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:২৫, ৩০ আগস্ট ২০২৫

Google News
নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে একটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এটা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।

শনিবার ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জাতীয় পার্টি ৮২ সাল থেকে ৯০ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সঙ্গে বেঈমানী করেছে এবং রক্ত নিয়ে খেলেছে।’

তিনি বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের সেই পুরনো ইতিহাস উন্মোচন করেছে। সুতরাং নূরের ওপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এটা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটা অংশ। তাই (জাতীয় পার্টি) নিষিদ্ধের দাবি উঠেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের