রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

রোববার,

৩১ আগস্ট ২০২৫,

১৫ ভাদ্র ১৪৩২

Radio Today News

দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ৩০ আগস্ট ২০২৫

Google News
দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পরে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবো।

শনিবার (৩০ আগস্ট) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশে বক্তব্যকালে এসব বলেন বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান। সবার অধিকার সমান।

মির্জা ফখরুল বলেন, দেশে চক্রান্ত চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। উগ্রবাদ ছড়িয়ে দেয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ষড়যন্ত্র যেনো সফল না হয়। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের