শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক; এরদোয়ানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ১৮ জুলাই ২০২৫

Google News
সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক; এরদোয়ানের হুঁশিয়ারি

‘ইসরায়েল আইনের তোয়াক্কা করে না, এটি সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী ও রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। ইসরায়েলের ওপর বেজায় চটেছেন এরদোয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক।’

শুক্রবার (১৮ জুলাই) সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল ও বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভা বৈঠকের পর এরদোয়ান বলেন, ‘যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ এবং আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

তিনি অভিযোগ করেন, ‘গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যুবৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। যারা ইসরায়েলের ওপর ভরসা করছে, তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করেছে।’

এরদোয়ান বলেন, ‘সিরিয়ার স্থিতিশীলতা শুধু সে দেশের জন্য নয়, বরং আশপাশের সব দেশের জন্যই শান্তি বয়ে আনবে। আর যদি তা না হয়, তাহলে সবাইকেই এর বোঝা টানতে হবে। যারা নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে চায়, তারা যেন এটা মনে রাখে— তারা এই ভূমিতে অতিথি, কিন্তু আমরা এ ভূমির প্রকৃত বাসিন্দা।’

তিনি জানান, তুরস্ক সিরিয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেই চলবে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য, একক রাষ্ট্র কাঠামো এবং বহুসাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই তুরস্কের মূল নীতি।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের