শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন: ফয়জুল করীম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪, ১৮ জুলাই ২০২৫

Google News
জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, জিয়াউর রহমান এ দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। জিয়াউর রহমানের সরকারে অনেকেই রাজাকার ছিলেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিলেন। পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে রাজাকার বলে গালি দিচ্ছে, ভবিষ্যতে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’

বিএনপির কর্মীরা গণতন্ত্র বোঝে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে এ সময় তিনি বলেন, আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শিক্ষা দিন। পরে অন্যদলের গঠনমূলক সমালোচনা করুন। এ দেশের মানুষ অতীতে তিনটি দলের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলগুলোর শাসন দেখতে চায়।

হক ও বাতিলের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। আপনারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করে দেখেন। যদি দেখেন আমরা দুর্নীতি করছি তবে আর কোনোদিন আমাদের ভোট দিবেন না। একবার ইসলামী দলগুলোকে সুযোগ দিয়ে দেখেন, আশা করি ঠকবেন না।

পরে তিনি ময়মনসিংহের ১১ আসনের মধ্যে ৯টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের