
ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে বিপর্যয় নেমে এসেছে পাকিস্তানের বিভিন্ন অংশে। বিশেষ করে পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শহরেও বন্যা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশটির বিভিন্ন অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাকিস্তানের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এজেন্সির (ওয়াসা) একজন মুখপাত্রের মতে, জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনী ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেনাবাহিনীর ১১১ ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করেছেন।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কিছু নিম্ন এলাকায় সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় - কারণ পানির স্তর ২২ ফুট বেড়ে গেছে।
ওয়াসা জানিয়েছে, বৃষ্টিপাতের জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাওয়ালপিন্ডির নিচু এলাকায় তাদের দলের সঙ্গে ভারী উদ্ধার যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। জমে থাকা পানি নিষ্কাশনের প্রচেষ্টায় কর্মীরা ব্যস্ত রয়েছেন।
এক বিবৃতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, অভূতপূর্ব ঝড়ো বৃষ্টিপাত এবং বন্যার কারণে প্রদেশের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলো উৎসাহ এবং সর্বোচ্চ প্রচেষ্টার সাথে কাজ করছে। প্রশাসনকে সাইরেন এবং ঘোষণার মাধ্যমে জনসাধারণকে অবহিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম