
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রোববার বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাত্কালে ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া বরাবরই ঐতিহাসিক, কৌশলগত ও দীর্ঘকালীন দৃষ্টিতে দু’দেশের বিভিন্ন খাতের সহযোগিতা উন্নত করে আসছে।
নতুন পর্যায়ে দু’দেশের উচ্চপর্যায়ের আদান-প্রদানে প্রস্তুতি নেওয়া, সার্বিক কৌশলগত সহযোগিতা গভীরতর করা এবং নিজ নিজ উন্নয়ন বাস্তবায়ন করা জরুরি, যাতে যৌথভাবে অস্থিতিশীল ও পরিবর্তিত বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।
ওয়াং ই আরো বলেন, চীন, রাশিয়াসহ অন্যান্য এসসিও সদস্যদেশের সাথে থিয়ানচিন শীর্ষসম্মেলন প্রস্তুতি নেবে, ভবিষ্যত উন্নয়নের দিক প্রণয়ন করে বিভিন্ন খাতের সহযোগিতায় প্রাণশক্তি যোগাবে এবং এসসিও’এ নির্মাণ আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় লাভরভ বলেন, রাশিয়া চীনের সাথে বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কে অব্যাহতভাবে নতুন সাফল্য অর্জনে চেষ্টা করবে। এসসিও’র পালাক্রমিক চেয়ারম্যান হিসেবে চীনকে অব্যাহতভাবে সমর্থন দেয় রাশিয়া।
এসসিও’র কাঠামোতে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার এবং থিয়ানচিন শীর্ষসম্মেলনের সফল আয়োজনে প্রয়াস চালাবে রাশিয়া বলে জানান লাভরভ।
রেডিওটুডে নিউজ/আনাম