
আগামী আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে ৫৫ লাখ পরিবারকে। নভেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে ৪ লাখ টন চাল আর ৮ লাখ টন গম কেনা হবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই চাল এবং গমের দাম নির্ধারণ করা হবে। বেসরকারিভাবেও আমদানি করা হবে ৫ লাখ টন চাল।
খাদ্যপণ্য মজুদ সন্তোষজনক জানিয়ে উপদেষ্টা আরও বলেন, বর্তমানে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভোক্তারা ১৫ টাকা কেজিতে মাসে প্রতি পরিবার ৩০ কেজি চাল পায়। এমন ৫৫ লাখ পরিবার সারাদেশে পাবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পরে গণমাধ্যমকে অর্থ উপদেষ্টা জানান, দেশি-বিদেশি সকল বিদ্যুৎকেন্দ্রের চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা নেওয়ার অনুমতি দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে।
এছাড়া গণভবনে জুলাই স্মৃতি জাদুঘরের জন্য প্রয়োজনীয় সব ধরনের অর্থ বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
রেডিওটুডে নিউজ/আনাম