বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ১৫ জুলাই ২০২৫

Google News
শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতা–কর্মীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে বিকেল চারটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ আরও অনেকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের