মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার,

১৫ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫, ১৫ জুলাই ২০২৫

Google News
মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে, প্রশ্ন এসে যায়, আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম? 

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের আয়োজনে দলের সভাপতি মোস্তফা মহসীন মন্টুর শোকসভায় তিনি এ কথা বলেন। 

একটা চক্রান্ত চলছে, কীভাবে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায়– এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তবে আমরা আশাবাদী, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। যত কমিশন হচ্ছে সবটাতেই আমরা আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি নিয়মিতভাবে। কিন্তু একটা মহল বলছে, বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সফলতা পেয়েছি, তার মানে এই না– আমাদের ১৫ বছরের সংগ্রামকে একেবারে বাদ দিয়ে দিতে হবে।

মোস্তাফা মহসীন মন্টুর ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাঁর দুটি বিষয় আমার আজকে সবচেয়ে মনে পড়ে। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাঁর এভাবে চলে যাওয়া আমরা যারা গণতন্ত্রের জন্য কাজ করছি তাদের জন্য বেদনার। তবে মন্টু যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা থেকে রাজনৈতিক নেতাকর্মীর অনেক কিছু শেখার আছে। মন্টুর আত্মা শান্তি পাবে যদি বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের