
জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এক স্মারক অনুষ্ঠান আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত হবে।
অনুষ্ঠানে দেশি-বিদেশি সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন সরকার ।
চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সাংবাদিকরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ এবং বর্তমান বিশ্বে শান্তি ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরার সুযোগ পাবেন। এ বিষয়ে ১৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে।
বেইজিংয়ে চালু হবে মিডিয়া সেন্টার। পাশাপাশি চালু হবেমিডিয়া সেন্টারের সরকারি ওয়াইবসাইট।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে এবং চীনের জনগণের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের সফল পরিণতি ঘটে। এই বিজয় দিবস চীনের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
রেডিওটুডে নিউজ/আনাম