শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ইবির পুকুরে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০০, ১৭ জুলাই ২০২৫

Google News
ইবির পুকুরে ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুরে ভেসে উঠেছে এক শিক্ষার্থীর মরদেহ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি জানাজানি হয়। পরে সাড়ে ৬ টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা হয় মরদেহটি।

মরদেহটি আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ আব্দুল্লাহর বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

পুকুর পাড়ে অবস্থিত দোকানী আকমল বলেন, আমি দুপুরের দিকে লাশটাকে একটা প্যান্ট ভেসে আছে মনে করেছিলাম। আসরের পরে মাথা ভেসে উঠলে শিক্ষার্থীদেরকে জানালে বিষয়টি জানাজানি হয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত চিকিৎসক শাহেদ হাসান বলেন, এটা সম্ভবত ৪ থেকে ৫ ঘণ্টা আগের। পরে লাশটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উত্তোলন করি। কোন আঘাতের চিহ্ন এখনও পর্যন্ত দেখা যায়নি। লাশটি ইবির এক ছাত্রের বলে শিক্ষার্থীরা জানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের