ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদ্রাসাসমুহে চার বছর মেয়াদী ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষা ২০২৪ আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, এ বছর সারাদেশের মোট ৯২টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বর্ষে প্রায় সাড়ে ১২ হাজার জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় কোনো ধরণের অসদুপায় অবলম্বন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম বলেন, সুন্দর ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোন রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

