শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

রোববার,

০৭ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৮, ৭ ডিসেম্বর ২০২৫

Google News
শাহবাগ থেকে সরে গেলেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে অভিযোগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর আশ্বাস পেয়ে তা প্রত্যাহার করেছেন রাজধানীর পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। এতে ওই সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে করে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ ওই সড়কের যানচলাচল। এর প্রায় ২৫ মিনিট পর তারা পুলিশ ও প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে দাঁড়ান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে বিক্ষোভ মিছিল করে একে একে শাহবাগে জড়ো হয়। তারা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখার দাবি জানান। পরে সব কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধ কর্মসূচি শুরু করে।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে গেছে। তাদের সঙ্গে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।

শাহবাগ থানার এসআই মো. আমানুল্লাহ একাত্তরকে বলেন, শিক্ষার্থীরা ২৫ থেকে ৩০ মিনিট সড়ক আটকে রেখেছিলো। এখন তারা অবরোধ প্রত্যাহার করার যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের