
এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলো ফারজানা আক্তার প্রীতি নামের এক শিক্ষার্থী। মর্মান্ত্মিক এ ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার মাধবপুরে। সে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেম মিয়ার মেয়ে ।
পরিবার সূত্রে জানা গেছে ফারজানা আক্তার প্রীতি গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায় সে পদার্থ বিজ্ঞান বিষয়ে ফেল করেছে। এ খবর জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে সান্ত্মনা দেওয়ার চেষ্টা করলেও ফারজানা গভীর হতাশায় ভুগছিল। সে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে নিজ ঘরের বারান্দায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ফারজানার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠীরা বলেন, ফারজানা ছিল ভদ্র ও মেধাবী ছাত্রী। এক বিষয়ে ফেল করলেও ভবিষ্যতে সে ভালো করতে পারত।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদ উলস্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম