শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ, থমথমে অবস্থা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ১৭ জুলাই ২০২৫

Google News
গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ, থমথমে অবস্থা

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

আজ বিকেলে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এক নির্বাহী আদেশে এ কারফিউ জারি করেন। কারফিউ বার্তায় বলা হয়, আগামীকাল দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কার্ফিউ শিথিল থাকবে।

উল্লেখ্য, গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতরাত থেকে চলছে কারফিউ। রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সকালেও সেখানে দেখা গেছে থমথমে পরিবেশ।

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত হন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের