শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৮ জুলাই ২০২৫,

২ শ্রাবণ ১৪৩২

Radio Today News

তেল ও গ্যাস উত্তোলনের জন্য অত্যাধুনিক ২৪টি অ্যাঙ্কর ব্রাজিলে পাঠালো চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১১, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ২৩:১২, ১৭ জুলাই ২০২৫

Google News
তেল ও গ্যাস উত্তোলনের জন্য অত্যাধুনিক ২৪টি অ্যাঙ্কর ব্রাজিলে পাঠালো চীন

সমুদ্রের গভীরে তেল ও গ্যাস উত্তোলনের জন্য  তৈরি অত্যাধুনিক ২৪টি সাকশন অ্যাঙ্কর ব্রাজিলে পাঠিয়েছে চীন। এটি চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। রোববার চীনের জাতীয় অফশোর তেল কর্পোরেশন এ তথ্য জানিয়েছে।

এই সাকশন অ্যাঙ্করগুলো ২ হাজার মিটার গভীরতায় অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে এবং দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহর থেকে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছে। বিদেশে সরবরাহ করা চীনের গভীরতম অফশোর তেল ও গ্যাস সরঞ্জামগুলোর মধ্যে এটি অন্যতম, যা চীনা-নির্মিত গভীর সমুদ্র প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও উচ্চ মানের প্রমাণ দেয়।

কোম্পানির প্রধান প্রকৌশলী লি ওয়েই বলেন, ‘বছরের পর বছর ধরে কাজ করে আমরা সাব-সি ট্রি, সেন্ট্রাল ম্যানিফোল্ড, কন্ট্রোল মডিউল এবং পাইপলাইন সংযোগকারী-এর মতো সব প্রয়োজনীয় যন্ত্রপাতি নিজেরাই বানাতে শিখেছি। পণ্য ডিজাইন থেকে শুরু করে তৈরি, পরীক্ষা এবং ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়াটা এখন আমাদের নিজেদের হাতে। সবচেয়ে বড় কথা, এই যন্ত্রপাতির বেশিরভাগ মূল অংশ এখন চীনেই তৈরি হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে চীন "গভীর সমুদ্র নং ১," "হাইজি-২," এবং "হাইখুই নং ১"-এর মতো বেশ কিছু বড় আকারের গভীর সমুদ্রের তেল ও গ্যাস উত্তোলনের যন্ত্র তৈরি করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের