সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বিরল ‘ওরিয়েন্টাল ডার্টার’ পাখির দেখা মিলল চীনের হাইনানে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৫, ২০ জুলাই ২০২৫

Google News
বিরল ‘ওরিয়েন্টাল ডার্টার’ পাখির দেখা মিলল চীনের হাইনানে

দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনান-এ প্রথমবারের মতো দেখা গেছে বৈশ্বিকভাবে সংকটাপন্ন জলচর পাখি ওরিয়েন্টাল ডার্টার।

প্রাদেশিক বার্ড রেকর্ডস এজেন্সির তথ্য অনুযায়ী, সম্প্রতি চাংচিয়াং হাইওয়ে জাতীয় জলাভূমি উদ্যানে পাখিটিকে গাছের চূড়ায় বসে থাকতে দেখা যায়।

ওরিয়েন্টাল ডার্টারের মাথা ও গলা বাদামি রঙের, আর চিবুক থেকে গলা বরাবর নেমে গেছে স্পষ্ট সাদা ডোরা। শরীরের বাকি পালক গাঢ় রঙের। দেখতে অনেকটা পানকৌড়ির মতো এই পাখিটির দীর্ঘ গলা এবং সরু ঠোঁট রয়েছে, যা একে দক্ষ মাছ শিকারি করে তুলেছে। এটি সাধারণত মিঠা পানির নদী ও হ্রদে বাস করে।

আইইউসিএন রেড লিস্টে ‘নিয়ার থ্রেটেনড’ (হিসেবে তালিকাভুক্ত এই প্রজাতি বর্তমানে চীনে অত্যন্ত দুর্লভ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাইনানে এই বিরল প্রজাতির উপস্থিতি অঞ্চলটির পরিবেশগত ভারসাম্য এবং জীববৈচিত্র্যের জন্য একটি ইতিবাচক বার্তা। পাখিটির সংরক্ষণে স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের