
জাতিসংঘ মানব বসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রোসব্যাক চীনের সঙ্গে সংস্থাটির অংশীদারিত্বকে ‘স্থিতিশীল ও উদ্ভাবনী’ বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ -সিএমজিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সম্পর্ক, বিভিন্ন পর্যায়ের সহযোগিতা এবং যৌথ উদ্যোগ বিশেষ করে শাংহাই এওয়ার্ডস এই অংশীদারিত্বকে আরও কার্যকর করে তুলেছে।
তিনি জানান, চীনের বিভিন্ন শহরের অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্বব্যাপী নগর উন্নয়নের বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োগ করা হচ্ছে। এই অভিজ্ঞতা ও দক্ষতার বিনিময়ই অংশীদারিত্বকে আরও অর্থবহ করে তুলছে বলেও উল্লেখ করেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম