
চীন এবং মৌরিতানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উপলক্ষে শনিবার প্রেসিডেন্ট সি চিনপিং এবং মোহাম্মদ ওউলদ শেখ গাজোয়ানি একে অপরকে অভিনন্দন জানিয়েছেন। এই বিশেষ দিনে দুই নেতা তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রশংসা করেছেন এবং ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, গত ৬০ বছর ধরে আন্তর্জাতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এলেও চীন ও মৌরিতানিয়া সব সময় একে অপরকে সম্মান করেছে। তিনি এটিকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সমর্থন এবং 'জয়-জয়' সহযোগিতার একটি মডেল হিসেবে উল্লেখ করেন।
প্রেসিডেন্ট সি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে চীন-মৌরিতানিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে বিকশিত হচ্ছে, রাজনৈতিক আস্থা বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ সহযোগিতা হচ্ছে।
প্রেসিডেন্ট সি বলেন, তিনি চীন-মৌরিতানিয়া সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেন। তিনি ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর এবং এই ৬০তম কূটনৈতিক সম্পর্কের সূচনা বিন্দু হিসেবে গাজোয়ানির সাথে কাজ করতে ইচ্ছুক।
রেডিওটুডে নিউজ/আনাম