শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১০ শ্রাবণ ১৪৩২

শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

 স্বর্ণের দাম কমানোর ঘোষণা, কার্যকর শুক্রবার থেকে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩২, ২৪ জুলাই ২০২৫

Google News
 স্বর্ণের দাম কমানোর ঘোষণা, কার্যকর শুক্রবার থেকে

টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়, যা শুক্রবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার থেকে এ দাম কার্যকর হবে।

এর আগে বুধবার (২৩ জুলাই) স্বর্ণের দাম বাড়ানো হয়। বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম সংশোধনের ঘোষণা দেওয়া হয়। দর সংশোধনে ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। 

মঙ্গলবারও (২২ জুলাই) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের