
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক মাদবরকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকার ২টি ও বগুড়ার ১টি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদক আতিক মাদবর। এসময় মাদারীপুর জেলা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সজীব মাদবর মুঠোফোনে বলেন, চেয়ারম্যান পরিষদে বসে কাজ করছিল। তখন ডিবি পুলিশের ৩ জন এসে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করার কথা বলে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে যায়। শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, আওয়ামীলীগ নেতা আতিক মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম