রোববার,

২৭ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

রোববার,

২৭ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ছাত্রলীগ আখ্যা দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জুলাই ২০২৫

Google News
ছাত্রলীগ আখ্যা দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্রদল কর্মী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পুতুলকে ছাত্রলীগ আখ্যা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ জানান তিনি।

পুতুল বলেন, ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল উদ্বোধনকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে নাচের জন্য আনা হয়। সেসময় নৃত্যরত অবস্থায় মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতির সাথে আমার একটা ছবি তোলা হয়। কিছুদিন আগে সেই ছবির বরাতে আমাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হলে থাকতে হলে ছাত্রলীগ করা লাগতো। এজন্য আমি কখনো হলে থাকিনি। কিন্তু তারপরও আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের একটা মহল তাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুতুলের বন্ধু একই বিভাগের শিক্ষার্থী ক্যান্টন চাকমা বলেন, পুতুল কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো না। সে আগাগোড়া বিএনপি পরিবারের মেয়ে। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের