সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ছাত্ররাজনীতি বন্ধে পদক্ষেপ না নেওয়ায় বেরোবি প্রশাসনকে শাড়ি-চুড়ি দিলো শিক্ষার্থীরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ২০ জুলাই ২০২৫

আপডেট: ২২:১৮, ২০ জুলাই ২০২৫

Google News
ছাত্ররাজনীতি বন্ধে পদক্ষেপ না নেওয়ায় বেরোবি প্রশাসনকে শাড়ি-চুড়ি দিলো শিক্ষার্থীরা

নীতিমালা ভঙ্গ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চললেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদস্বরূপ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শাড়ি ও চুড়ি উপহার দিয়ে প্রতীকী নিন্দা জানান তারা।

জানা যায়, বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ইলিয়াস প্রামানিক ও প্রক্টর ড. ফেরদৌস রহমানের অনুপস্থিতিতে তাদের চেয়ারে শাড়ি জড়িয়ে দেন এবং টেবিলে চুড়ি রেখে আসেন শিক্ষার্থীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামসুর রহমান সুমন ও আশিকুর রহমান আশিক। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা—নাইমুর রহমান, রোবায়েদ হাসান, রুম্মানুল ইসলাম রাজসহ অনেকে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নোংরা রাজনীতির কারণে আমরা আমাদের সহপাঠী আবু সাঈদকে হারিয়েছি। এই রাজনীতির বলি যেন আর কোনো শিক্ষার্থী না হয়, সেটাই আমাদের দাবি। আমরা স্পষ্টভাবে বলতে চাই—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতির কোনো স্থান হবে না।

তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি, প্রশাসন এই রাজনীতিবিদদের বিশেষ প্রটোকল দিচ্ছে। এতে তারা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সাহস পাচ্ছে। প্রশাসনের উদ্দেশে বলছি—যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে পদত্যাগ করুন। আমরা এমন প্রশাসন চাই যারা শিক্ষার্থীদের চাওয়া ও অধিকার বাস্তবায়নে কার্যকরভাবে কাজ করবে। ক্যাম্পাসে রাজনীতি চলতে দেব না। সেই সঙ্গে আমরা দ্রুত ছাত্র সংসদ (ছাত্র ইউনিয়ন) নির্বাচনের দাবি জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী সাংবাদিকদের বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা শনাক্ত করেছি এবং ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। আমি ব্যক্তিগতভাবে ছাত্ররাজনীতি বন্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিকেল ৫টায় আলোচনায় ডাকলেও তারা তার আগেই কর্মসূচি পালন করেছে।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। তবে শাড়ি ও চুড়ি দিয়ে প্রতিবাদের পদ্ধতিকে ঘিরে শিক্ষার্থীদের একাংশ বিক্ষোভ জানিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এবং ১৫ এপ্রিল ২০২৫-এর অফিস আদেশ অনুযায়ী ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে ১১১তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধানও নিশ্চিত করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের