শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

Radio Today News

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ১৮ জুলাই ২০২৫

Google News
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতা-কর্মী গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ১৫৫ জনকে নামীয় এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আলিম (১৮), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১শত ৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫শত জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।এদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী অভিযোগ করেন, দলীয় কর্মসূচি পালন করায় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দেওয়া হয়েছে। তবে পুলিশ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় মামলাটি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের