শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ০০:০১, ১৯ জুলাই ২০২৫

Google News
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো

ইউক্রেনে সরকার পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ পদে রদবদল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার পার্লামেন্টে অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন। ডেনিস ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।

সুভরিদেঙ্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন এবং সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ চুক্তির জন্য প্রশংসিত হন, যা কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক হয়।

সুভরিদেঙ্কো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, তিনি ইউক্রেনের অস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে জোর দেবেন।

তিনি বলেন, আমাদের সরকার একটি এমন ইউক্রেন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যা সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তির ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে। আমার মূল লক্ষ্য হলো এমন বাস্তব ও ইতিবাচক ফলাফল অর্জন করা, যা প্রতিটি ইউক্রেনীয় নাগরিক দৈনন্দিন জীবনে অনুভব করবেন। যুদ্ধ আমাদের এক মুহূর্তও দেরি করার সুযোগ দেয় না। এ কারণে আমাদের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। খবর আলজাজিরার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের