শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বিএনপি খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল: রুমিন ফারহানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৫, ১৮ জুলাই ২০২৫

Google News
বিএনপি খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল: রুমিন ফারহানা

‘শেখ হাসিনাও পারেননি—শত-শত গুম, হাজার-হাজার হত্যা, লক্ষ-লক্ষ মামলা দিয়েও শেখ হাসিনা আমাদের ঘরে আটকে রাখতে পারেননি’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি’ উপলক্ষে কালোব্যাজ ধারণ করে অনুষ্ঠিত একটি মৌন মিছিল শেষে সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

সরাইল উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে রুমিন ফারহানা বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা কারো প্রলোভনে পা দিইনি। পরিচয় গোপন করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতে যাইনি। গত ১৫ বছর যারা ছাত্রলীগ-যুবলীগের ছোট পদে থেকে আওয়ামী লীগে রাজনীতি করেছে, তারা যেন তারেক রহমানকে নিয়ে কটূক্তি না করে।

তিনি আরও বলেন, বিএনপি কারো ব্যক্তিগত দল নয়। এটি দেশনেত্রী খালেদা জিয়ার দল, এটি গণমানুষের দল, এটি আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের দল। এই দলকে আটকে রাখা যাবে না। মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। যাকে মানুষ ভোট দেবে, তাকেই প্রধানমন্ত্রী হতে দিন, তাকেই সংসদ সদস্য হতে দিন।

সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, অনেক টালবাহানা করেছেন, এখন আর না। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের