শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

শনিবার,

১৯ জুলাই ২০২৫,

৪ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৯, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৯:১০, ১৮ জুলাই ২০২৫

Google News
চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের: সালাহউদ্দিন

চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার আর ঐকমত্য কমিশনের থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ২৪'র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌন মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারা আবারো ফ্যাসিবাদকে ফিরিয়ে দিতে চায়। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানা ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের হীন উদ্দেশ্য আছে। এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলো তারাই, রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের