
শামীম ওসমানের মতো সন্ত্রাসীরা নারায়ণগঞ্জসহ সারা দেশে সন্ত্রাসী রাজনীতির ধারা প্রতিষ্ঠা করেছিল, আগামী দিনের রাজনীতিতে এসব সন্ত্রাসীর আর জায়গা হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের পথসভায় তিনি এসব কথা বলেন। আর দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা ভারতের রাজনৈতিক দল।
রেডিওটুডে নিউজ/আনাম