
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী 'জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানমালার অংশ হিসেবে 'প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে'-তে চলচ্চিত্র প্রদর্শনী, 'জুলাইয়ের গান' ও ড্রোন শো প্রদর্শিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানে 'হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই' এবং 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। এরপর পরিবেশিত হয় 'জুলাইয়ের গান' ও কনসার্ট। গান পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।
'জুলাইয়ের গান' শেষে গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক মনোমুগ্ধকর 'ড্রোন শো' প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
রেডিওটুডে নিউজ/আনাম