
বিএনপি ঝগড়া করার দল নয় বরং একটি গণতন্ত্রকামী দল—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর পল্টনে বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মির্জা আব্বাস এসব মন্তব্য করেনে।
তিনি বলেন, ‘বিএনপি ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, যার মাধ্যমে বিদেশি বহুত্ববাদ রুখে দেওয়া যাবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে।’
একটি রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার পরিবর্তে তারা ভিন্ন পথে হাঁটছে এবং বিএনপি সম্পর্কে
মিথ্যাচার করছে।’
ওই দলকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, ‘বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হচ্ছে—এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকুন।’
তিনি বলেন, ‘ভাইয়েরা, জিভে লাগাম দিন। এমন কোনো আজেবাজে কথা বলবেন না, যা শুনলে মানুষের রক্ত মাথায় উঠে যায়। এতে কারও মঙ্গল হবে না—না আপনাদের, না দেশের মানুষের, না আমাদের।’
রেডিওটুডে নিউজ/আনাম