
জর্ডানের সশস্ত্র বাহিনী চলতি বছর ৩১০টি মাদক বহনকারী ড্রোন আটক করেছে। জর্ডান নিউজ এজেন্সির তদন্ত প্রতিবেদন অনুসারে, জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত সশস্ত্র বাহিনী প্রতি মাসে গড়ে ৫১টি ড্রোন আটক করেছে, প্রতিদিন প্রায় দুটি। এসব ড্রোন জর্ডানের ভূখণ্ডে মাদক বহন করছিল।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত ছয় মাসে ১ কোটি ৪১ লাখেরও বেশি মাদকদ্রব্য বড়ি, ৯২.১ কেজি অবৈধ মাদক এবং ১০৬০০ স্ল্যাবেরও বেশি হাশিশ জব্দ করেছে - যার কারবারিমূল্য কয়েক মিলিয়ন মার্কিন ডলার।
জর্ডান নিউজ এজেন্সি জানিয়েছে, পাচারকারীরা অস্ত্র এবং অপ্রচলিত পদ্ধতি ব্যবহার করে মাদক পাচার করেছে - যার মধ্যে রয়েছে দূরবর্তী নেভিগেশনসহ খেলনার মতো বেলুন। তবে সশস্ত্র বাহিনী এগুলো সনাক্ত করে ভূপাতিত করেছে। একটি বেলুনে স্ফটিক মেথ বহন করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
আরেকটি ঘটনায়, সীমান্তকর্মীরা সিরিয়ার ভূখণ্ড থেকে একটি রকেট আটক করে। এটি ৫০০ গ্রাম স্ফটিক মেথসহ মাদকদ্রব্যে ভরা ছিল বলে জানা যায়।
রেডিওটুডে নিউজ/আনাম