
উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত সিসিয়া রাজকীয় সমাধিসৌধগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৭তম অধিবেশনে সিসিয়া রাজবংশের সম্রাটদের সমাধি কমপ্লেক্স—সিসিয়া ইম্পেরিয়াল সমাধিসৌধকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। এতে করে বিশ্ব ঐতিহ্যে চীনের অন্তুর্ভূক্তির সংখ্যা ৬০-এ এসেছে।
এখন পর্যন্ত, ৯টি রাজকীয় সমাধি, ২৭১টি সাধারণ সমাধি, ৫ হেক্টর স্থাপত্য ধ্বংসাবশেষ, ৩২টি বন্যা নিয়ন্ত্রণ স্থান, ৭,১০০টিরও বেশি স্থাপত্য উপাদান এবং সূক্ষ্ম কারুকাজযুক্ত নিদর্শন এই স্থানে পাওয়া গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম