শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ২৫ জুলাই ২০২৫

Google News
ট্রাকচাপায় প্রাণ গেল মামা ও দুই ভাগনের‎

‎চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের দুইজন সহোদর ভাই এবং অন্যজন তাদের মামা।

শুক্রবার উপজেলার পদুয়ায় বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আজাদুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র মামুন (৩১), একই এলাকার শাহ আকাম উদ্দীন পাড়ার ছিদ্দিক আহামদের পুত্র হুমায়ুন (৩৮) ও আব্দুর রশিদের পুত্র আব্দুস সাত্তার (৩৪)।

‎প্রত্যক্ষদর্শী মোর্শেদুল আলম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার পদুয়া সিকদার দিঘী পাড় এলাকায় গ্রামীণ সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠে চট্টগ্রাম অভিমুখি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন। একইসময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। 

নিহতদের মরদেহ উদ্ধার করেছে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। 

‎দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের