
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “ফ্যাসিবাদের কবর রচনা করেই এনসিপি উঠে এসেছে। আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এসেছি। এনসিপি কোনো চাঁদাবাজ কিংবা টেন্ডারবাজ দলের নাম নয়। সংকট থেকে, সমস্যা সমাধানের মধ্য দিয়েই এনসিপি উঠে এসেছে।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে সিলেটে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৪টায় নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনারে সভায় এ বক্তব্য রাখেন হাসনাত।
সিলেটে এনসিপিকে শক্তিশালী করতে দলের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, “অর্পিতা আপা, এহতেশাম ভাই, জুনায়েদ ভাইয়ের নেতৃত্বে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি—পরবর্তী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।”
হাসনাত আরও বলেন, “আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী লেখক ও নেতারা এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।”
এর আগে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পদযাত্রা ও জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
এর আগে একইদিন দুপুরে সুনামগঞ্জেও ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতারা অংশ নেন এবং আলতাফ স্কোয়ারে গণসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
রেডিওটুডে নিউজ/আনাম