শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকট এড়ানো যাচ্ছে না: গয়েশ্বর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২১, ২৫ জুলাই ২০২৫

Google News
নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকট এড়ানো যাচ্ছে না: গয়েশ্বর

সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। 
 
গয়েশ্বর বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে, সংকট সৃষ্টি হবে এবং সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে। সরকার দৃশ্যমান না।

নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকট এড়ানো যাচ্ছে না। 

বিমান দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখন পর্যন্ত কোনো দায়দায়িত্ব না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের