শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

শনিবার,

২৬ জুলাই ২০২৫,

১১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৪, ২৫ জুলাই ২০২৫

Google News
ফেসবুকে ভেরিফায়েড ‘নকল শাবনূর’, প্রতারণার আশঙ্কায় আসল শাবনূর

৯০ দশকের প্রধান নায়িকা শাবনূর কখনও ফেসবুকবান্ধব ছিলেন না। এমনকি তার ফেসবুক আইডি বা পেজও ছিলো না। তবে শেষ ক’বছরে তিনি এখানটায় বেশ অ্যাকটিভ হন নিজের খোলা প্রোফাইল থেকে। যদিও সেটি ভেরিফায়েড নয়। 

বিপরীতে গত ১৫ বছর ধরেই ফেসবুকে শাবনূরের নামে অসংখ্য প্রোফাইল ও পেজ রয়েছে। এমনকি আসল শাবনূর ফেসবুকে অ্যাকটিভ হওয়ার পরেও নকল শাবনূরের উপদ্রব কমেনি। অবশেষে সেটির চূড়ান্ত পরিণতি ঘটলো। জানা গেলো, আসল শাবনূরের আইডি বা পেজ ভেরিফায়েড না হলেও এরমধ্যে ফেসবুকের ব্লু টিক মার্ক পেয়েছে একটি নকল পেজ!

শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি টের পান শাবনূর। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশর্ট পাঠানোর পর নিশ্চিত করেন, সত্যায়িত শাবনূর নকল। তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, তা আসল শাবনূরের। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। এই ঢালিউড তারকা জানালেন, একটি প্রতারক চক্র এর সঙ্গে জড়িত।

শাবনূর গণমাধ্যমে বলেন, ‘যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই এটি সম্পর্কে আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।’

শাবনূর আরও বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেক ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো।’

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন। 

চিত্রনায়িকা আরও বললেন, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’

আসল শাবনূর যে পেজটিকে নকল দাবি করছেন সেটিতে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি।

শাবনূরের প্রকৃত নাম কাজী শারমীন নাহিদ নূপুর। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় গত শতকের নব্বইয়ের দশকে। ১৯৯৩ সালে প্রয়াত প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বেশ কয়েক বছর শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত। তিনি এখন বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার একমাত্র সন্তান আইজান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করে।

প্রসঙ্গত, দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ভেরিফায়েড পেজটিও দীর্ঘসময় রয়েছে অন্যের দখলে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের