
রাশিয়ার মস্কোয় আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আন্তারিজ’-এ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোল মেট’। উৎসবটির অফিসিয়াল কমপিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মাত্র চার মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটি।
আগামী ৬ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। এতে বিশ্বের ২৯টি দেশের ১০৪টি চলচ্চিত্র অংশ নিচ্ছে মূল প্রতিযোগিতায়। উৎসব কর্তৃপক্ষ এক ইমেইল বার্তায় ‘সোল মেট’ নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ২ হাজার ৪০০ চলচ্চিত্রের মধ্য থেকে এটি প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে— যা ‘সোল মেট’-এর জন্য একটি অসাধারণ অর্জন।
‘সোল মেট’ সিনেমাটির নির্মাতা আদেল ইমাম অনুপ। এটিই তার প্রথম নির্মাণ। নির্মাতা বলেন, ’আমার মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতার কোনো কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়াটা সত্যি সম্মানের। আমার কাছে এটা অবিশ্বাস্যও বটে। আমাদের কাজ করাটাই বেশ কঠিন, নানান সীমাবদ্ধতা থাকে। তারপরও কিছু মানুষ আমাকে বিশ্বাস করে কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
চলচ্চিত্রটির গল্প এক জোড়া জুতাকে ঘিরে। যদি জুতা অনুভূতি প্রকাশ করতে পারত, তাহলে সে কী বলত— এমন ভাবনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘সোল মেট’। কোনো মানুষের মুখ নয়, শুধু পায়ের দৃশ্য দিয়েই নির্মাণ করা হয়েছে সিনেমাটি। ভয়েস ওভারের মাধ্যমে গল্পটি বর্ণনা করেছেন রেজওয়ান কবির কল্লোল। দৃশ্যায়নে অংশ নিয়েছেন কনক খন্দকার।
চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল, চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী। সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবীর এবং সহকারী ছিলেন ফজলে রাব্বী।
‘সোল মেট’-এর প্রথম প্রদর্শনী হয়েছিল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়, ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট (FNF)’–এর সিজন ওয়ানে।
রেডিওটুডে নিউজ/আনাম