বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ভোটকেন্দ্রে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা, থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩০, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ২২:০৬, ৬ আগস্ট ২০২৫

Google News
ভোটকেন্দ্রে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা, থাকবে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যেকটি ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা থাকবে। এটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তার হেফাজতে থাকবে।” তিনি আরও বলেন, “প্রিজাইডিং অফিসাররা যেন ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে থাকেন, সে ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে থাকবেন আনসার ও পুলিশ সদস্যরা।”

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, “আনসার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সব বাহিনীকেই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে মহড়ারও আয়োজন করা হবে, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।”

এছাড়া, পোলিং ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের বিষয়েও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। ৭৬ কর্মকর্তার সংযুক্ত বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি একটি রুটিন প্রক্রিয়া, যা চলতেই থাকবে।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের