বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

রাজনীতিবিদরাই বাংলাদেশ চালাবেন, অন্তর্বর্তী সরকার নয়: আলী রীয়াজ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৭, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:২৮, ৬ আগস্ট ২০২৫

Google News
রাজনীতিবিদরাই বাংলাদেশ চালাবেন, অন্তর্বর্তী সরকার নয়: আলী রীয়াজ

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের উদ্দেশে আলী রীয়াজ বলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন-আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ? জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বৈঠকের কথা মনে আছে? সেখানে যা বলা হয়েছিল, তা কি সাংবাদিকতা? ওটা কি রক্ষা করা যায়?

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে সাংবাদিক ইউনিয়ন বা সিভিল সোসাইটি কেন একটি সমন্বিত পর্যালোচনা করতে পারেনি? সাংবাদিক ইউনিয়নগুলো-বিএফইউজে, ডিইউজে-দলীয় বিভক্তিতে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় আমরা কি প্রশ্ন তুলব না? তারপরও সাংবাদিকতার দাবি করব?

সম্পাদক পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, একটি সম্পাদক পরিষদের বিকল্প তৈরি করা হয়েছে শুধু রাজনৈতিক উদ্দেশ্যে। এটি সরল ও স্পষ্ট।

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংস্থাটির প্রেসিডেন্ট জিল্লুর রহমান। আলোচনায় অংশ নেন বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, গণফোরাম প্রেসিডেন্ট সুব্রত চৌধুরী, ঢাবির শিক্ষক এস এম শামীম রেজা, বিএনপির মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা, ঢাকা ট্রিবিউনের রিয়াজ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের রেজাওয়ানুল হক রাজা প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের