শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

 বিশ্বের সব দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা চালিয়ে যাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ৯ আগস্ট ২০২৫

Google News
 বিশ্বের সব দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা চালিয়ে যাবে চীন

রাশিয়াসহ বিশ্বের সব দেশের সঙ্গে স্বাভাবিক ও বৈধ জ্বালানি সহযোগিতা চালিয়ে যাবে চীন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্যে এসব কথা বলেন তিনি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীন বিশ্বের সব দেশের সঙ্গে স্বাভাবিক অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা করছে, এটি সম্পূর্ণ বৈধ ও যৌক্তিক।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থের ভিত্তিতে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তিযুক্ত পদক্ষেপ নিতে থাকব।’

উল্লেখ্য, ২০২৪ সালে রাশিয়া থেকে ১০৮ দশমিক ৪৭ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত তেল এবং ৮ দশমিক ৩ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে চীন। এছাড়া ‘পাওয়ার অব সাইবেরিয়া’ গ্যাস পাইপলাইনের মাধ্যমে চীন প্রায় ৩১ বিলিয়ন ঘনমিটার গ্যাস গ্রহণ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের