মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:১৩, ১০ আগস্ট ২০২৫

Google News
দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুনিয়র টাইগারদের আরেকটি দুর্দান্ত সাফল্য! যুব ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ব্যাটে বলের দারুণ পারফরম্যান্সে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে ৩৩ রানের জয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।

আজ রোববার (১০ আগস্ট) জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জুনিয়র টাইগাররা। জবাবে ৪৯.৪ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায় যুব প্রোটিয়ারা।

বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা আশাব্যঞ্জক করলেও দ্রুতই চাপে পড়ে যায়। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলার পর জাওয়াদ আবরার (২১) ও রিফাত বেগ (১৬) দ্রুত বিদায় নেন। ওয়ান ডাউনে নামা আজিজুল হক তামিম ব্যর্থ হন; মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি।

৩ উইকেটে ৬৫ রান থাকা অবস্থায় চাপ সামলাতে এগিয়ে আসেন কালাম সিদ্দিকী ও রিজান হোসেন। তারা গড়েন ১১৭ রানের দুর্দান্ত জুটি। ৭৫ বলে ৬টি চারে ৬৫ রান করে আউট হন কালাম। অন্যদিকে, রিজান খেলেন দলের পক্ষে সবচেয়ে বড় ইনিংস—৯৬ বলে ৯৫ রান, যাতে ছিল ১০টি চার। মাত্র ৫ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি।

শেষদিকে মো. আবদুল্লাহ ও সামিউনের দুটি ক্যামিও ইনিংস দলের স্কোরটা আরও চাঙা করে তোলে। আবদুল্লাহ ২৮ বলে ৩৮ ও সামিউন ৮ বলে করেন ১৩ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বায়ান্দা মাজোলা নেন একমাত্র উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন, যার ফলে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই ২৩৬ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিয়ে উল্লাসে মাতলো বাংলাদেশের যুবারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের