
চীনের পিপলস লিবারেশন আর্মি-পিএলএ’র দক্ষিণ থিয়েটার কমান্ড গত ৩ থেকে ৪ আগস্ট পর্যন্ত দক্ষিণ চীন সাগরে নিয়মিত টহল অভিযান পরিচালনা করেছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পিএলএ দক্ষিণ থিয়েটার কমান্ডের মুখপাত্র থিয়ান চুনলি।
থিয়ান বলেন, এই পদক্ষেপটি ফিলিপাইনের বিতর্কিত কর্মকাণ্ডের জবাবে নেওয়া, যেখানে তারা আঞ্চলিক বহির্ভূত দেশগুলোর সঙ্গে যৌথ টহল কার্যক্রমে যুক্ত হওয়ার চেষ্টা করছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
তিনি বলেন, দক্ষিণ থিয়েটার কমান্ডের বাহিনী সবসময় উচ্চ সতর্কতায় রয়েছে এবং জাতীয় সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ রক্ষায় অটল থাকবে। যারা এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বা উত্তেজনা বাড়াতে চায়, তাদের সব ধরনের সামরিক তৎপরতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পিএলএ।
রেডিওটুডে নিউজ/আনাম