শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা: হৃদয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৭, ১৪ আগস্ট ২০২৫

Google News
ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা: হৃদয়

 মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প শুরু করেছেন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। তবে গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পে নেই তাওহিদ হৃদয়।

ক্যাম্প শুরুর দিনই লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন হৃদয়। ছবিগুলো সামনে আসার পর থেকেই গুঞ্জন উঠেছে চুলের চিকিৎসা করাতে ইংল্যান্ডে গেছেন তিনি।

বেশকটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়াতে চটেছেন তিনি। তাই সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন আপনারা।

আজ এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘ভিউ বাণিজ্যের জন‍্য আর কত নিচে নামবেন আপনারা? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক না-ও থাকতে পারি।

ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য ব্যস্ত সময় পার করছেন জানিয়ে হৃদয় আরো লিখেছেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এ রকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন…।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের