শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও মোটরসাইকেলে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৩:২০, ২২ অক্টোবর ২০২১

আপডেট: ০৪:২০, ২২ অক্টোবর ২০২১

Google News
পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে আবারও মোটরসাইকেলে আগুন

ছবি: সংগৃহীত

ইতোমধ্যে দুটো মামলায় ফেঁসেছেন মোটরসাইকেল চালক ইলিয়াস মিয়া (৩০)। সেই মামলাগুলো না ভাঙানোয় আজ আবার এক হাজার টাকার জরিমানা করে ট্রাফিক সার্জেন্ট। আর এতেই ক্ষুব্ধ হয়ে কিছুদূর গিয়ে নিজের মটর সাইকেলে আগুন দেন তিনি।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সোয়া ২টার রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি জানান, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে ১ হাজার টাকা জরিমানা করতে গেলে হতাশা ও রাগে তিনি এ কাজ করেন। ইলিয়াস মিয়ার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঐ ঘটনার ভিডিও ছড়িয়ে পরে। এতে দেখা যায় নিজের বাইকে নিজেই আগুন দিচ্ছেন ওই বাইকার। 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’র এক চালক।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের