শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ১৮ জুলাই ২০২১

Google News
নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায়ে বাধাকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এসময় নিহতের আরো দুই বন্ধু হানিফ ও টুটুলকে কুপিয়ে জখম করে মাদক ব্যবসীরা।

শনিবার রাত সাড়ে ১০টায় পশ্চিম দেওভোগ নগর এলাকায় হাজির মাঠে এঘটনা ঘটে। সে ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে ও মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

আহত হানিফ জানান, দীর্ঘদিন যাবত আব্দুল্লাহ, ডেবিড ও শাহাদাত এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। এ নিয়ে নিহত ইমনের বড় ভাই ওমর মাদক ব্যবসায় তাদের বাধা দেয়। এতে প্রায় সময় তাদের মাঝে ঝগড়া হতো।

গতকাল রাতে হঠাৎ করে ৩০/৩৫ জনের দল এসে ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে আহত করে, দুইজনকে কুপিয়ে জখম করে। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের